মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
আসিয়া বারি আদর্শ বিদ্যালয়

প্রতিষ্ঠানের ইতিহাস

ঐতিহাসিক ইশাখাঁ’র স্মৃতি বিজরিত কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন ৪ নং এগারসিন্ধুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ইতিমধ্যেই উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

‘আসিয়া বারি আদর্শ বিদ্যালয়’ অপূর্ব ও নান্দনিক পরিবেশে দক্ষ ও দায়িত্বশীল শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজড কারিকুলাম সমৃদ্ধ, মানসম্পন্ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ছাড়াও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম কেন্দ্রীয়ভাবে ‘বাংলাদেশ ডিজিটাল এডুকেশন রিসার্চ লিঃ (bdeducation.org.bd)’ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

‘আসিয়া বারি আদর্শ বিদ্যালয় এর উদ্দেশ্য হলাে শিশুদেরকে মানবিক মূল্যবােধ সম্পন্ন, সচেতন, দায়িত্বশীল সুনাগরিক ও সর্বোপরি আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রতিযােগিতামূলক বিশ্বের সাথে টিকে থাকার জন্য যােগ্যতম করে গড়ে তােলা।

749

Students

37

Teachers

2001

Established